সৌদি আরবের মদিনার নিকটে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহ হজযাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয়, যারা প্রধানত তেলেঙ্গানার হায়দরাবাদ এলাকা থেকে গিয়েছিলেন।
স্থানীয় খালীজ টাইমস জানিয়েছে, যাত্রীরা ওমরাহ পালন শেষে মদিনার দিকে ফিরছিলেন। গাল্ফ নিউজ জানিয়েছে, সংঘর্ষের পর আগুন ছড়িয়ে পড়ায় এবং অধিকাংশ যাত্রী ঘুমে থাকার কারণে বের হওয়ার সুযোগ পাননি। নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী এবং ১০ শিশু রয়েছেন। বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, মোহাম্মদ আবদুল শোয়াইব নামের একজন যাত্রী জীবিত উদ্ধার হলেও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার পর তেলেঙ্গানা সরকার রিয়াদে ভারতের দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি উদ্ধার ও তথ্য সংগ্রহে বিশেষ তদারকি চালানোর নির্দেশ দিয়েছেন এবং সচিবালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, বাসে মোট ৪২ জন ওমরাহ হজযাত্রী ছিলেন। তিনি রিয়াদের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু মাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেন্দ্রীয় সরকারের কাছে তিনি নিহতদের মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, রিয়াদ ও জেদ্দার ভারতীয় মিশন ক্ষতিগ্রস্ত পরিবারদের পূর্ণ সহায়তা প্রদান করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন।
সূত্র: এনডিটিভি
আরএস
No comments yet. Be the first to comment!