আন্তর্জাতিক

ট্রাম্পের চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় এলপিজি চুক্তি করল ভারত

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৮:২৪ এএম
ট্রাম্পের চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় এলপিজি চুক্তি করল ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি করেছে ভারত। এই চুক্তির আওতায় ভারতের মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রায় ১০ শতাংশ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ভারত বলছে, জ্বালানির উৎস বৈচিত্র্যময় করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ চুক্তি করা হলো এমন সময়ে যখন রুশ তেল কেনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপ বিদ্যমান ছিল। বার্তাসংস্থা এএফপি সোমবার এই তথ্য জানিয়েছে।

আগস্টে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে নেমে গিয়েছিল। ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেন। ওয়াশিংটন অভিযোগ করেছিল, রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে ভারত মস্কোকে যুদ্ধ চালাতে সহায়তা করছে। এরপরও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবে রুশ তেল আমদানি কমাতে রাজি হয়েছেন। তবে নয়াদিল্লি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনও নিশ্চয়তা দেয়নি।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হার্দীপ সিং পুরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে ২২ লাখ টন এলপিজি আমদানির জন্য এক বছরের চুক্তি করেছে ভারত। এটি দেশের মোট এলপিজি আমদানির প্রায় ১০ শতাংশ। পুরি বলেন, “এটি ভারতীয় বাজারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম এলপিজি চুক্তি। জনগণের জন্য নিরাপদ ও সাশ্রয়ী এলপিজি সরবরাহ নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের পথ খুলছে।”

এর আগে অক্টোবরে রাষ্ট্রীয় মালিকানাধীন রিফাইনার এইচপিসিএল-মিত্তাল এনার্জি জানিয়েছিল, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে। ব্যক্তিখাতের বড় রুশ তেল আমদানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রভাব পর্যালোচনা করছে।
বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের অর্থনীতি গত জুন প্রান্তিকে পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক এখনও ভারতের অর্থনীতির জন্য বড় চাপ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শুল্ক কমানো না হলে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬০ থেকে ৮০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!