আন্তর্জাতিক

ফ্রান্স ইউক্রেনকে দিচ্ছে ১০০ রাফায়েল যুদ্ধবিমান

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৬:০০ এএম
ফ্রান্স ইউক্রেনকে দিচ্ছে ১০০ রাফায়েল যুদ্ধবিমান

ইউক্রেনকে ১০০টিরও বেশি রাফায়েল যুদ্ধবিমান দেবে ফ্রান্স। আগামী ১০ বছর ধরে ধাপে ধাপে এসব যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স সিস্টেম, গোলাবারুদ ও ড্রোন সরবরাহ করবে প্যারিস।

গত সোমবার ফ্রান্সের ভিল্লাকুব্লে শহরের সামরিক বিমানঘাঁটিতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমঝোতা চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষরের পর জেলেনস্কি বলেন, “আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী একটি এয়ার ডিফেন্স পেতে যাচ্ছি।” চুক্তি এমন সময়ে হলো যখন ইউক্রেনের ঝাপোরিজ্জিয়া অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।

ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক সেরহি কুজহান জানান, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতি মাসে ৬০০-এর বেশি গ্লাইড বোমা নিক্ষেপ করছে। তিনি বলেন, ফ্রান্সের এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেন পাবে, যার কার্যকর দূরত্ব ২০০ কিলোমিটার। রাশিয়ার ব্যবহৃত সিস্টেমের রেঞ্জ ২৩৩ কিলোমিটার।

এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি শুধুমাত্র সামরিক সরঞ্জাম সরবরাহ নয়, এটি রাজনৈতিক অঙ্গীকারের অংশ। এর সঙ্গে রাশিয়ার ফ্রিজ করা অর্থ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, “ইউক্রেনকে ১০০ রাফায়েল দেওয়ার পরিকল্পনা নিয়েছি। রাফায়েল, ড্রোন, গোলাবারুদ ও এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনীয় বাহিনীকে আরও শক্তিশালী করবে।”

ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান বিশ্বের অন্যতম আধুনিক বিমান। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩,৭০০ কিলোমিটার বেগে উড়তে পারে, সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম। পাশাপাশি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এবং ভারী অস্ত্র সজ্জিত।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!