ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গের বিধানসভা দখলের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে। ২০২৬ সালের মার্চ বা এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য বিজেপি এই উদ্যোগকে ‘মিশন বেঙ্গল’ নামে ঘোষণা করেছে।
বিজেপি হাইকমান্ডের তথ্য অনুযায়ী, মিশন বেঙ্গলের প্রথম ধাপ হলো নির্বাচনী প্রচারে দলের শক্তিশালী নেতা ও নেত্রীদের নিয়োগ। এছাড়া ভোটার তালিকা সংশোধন এবং স্পেশাল ইনভেস্টিগেটিভ রিভিশন (এসআইআর) কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৫। কোনো দল সরকার গঠন করতে হলে কমপক্ষে ১৪৮ আসনে জয়ী হতে হবে। বিজেপি আগামী নির্বাচনে ১৬০ আসনে জয়ের লক্ষ্য রেখেছে। দলের নেতারা মনে করেন, এই লক্ষ্য ‘কঠিন’ নয়, কারণ ১২০টি আসনে তারা অতীত বা বর্তমানের কোনো না কোনো সময়ে ক্ষমতায় ছিল।
বিজেপির কৌশল ‘ত্রিমুখী’:- তৃণমূলের পরিবারতন্ত্র ও দুর্নীতিকে আক্রমণ। মুসলিম তোষণ রাজনীতিকে চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের নারী ভোটারদের নিরাপত্তা ও স্বনির্ভরতা নিশ্চিতকল্পে পরিকল্পনা বাস্তবায়ন। বিজেপি নেতাদের মতে, বাম ও তৃণমূল আমলের মতো ভোট কারচুপির ছাড়াই পশ্চিমবঙ্গে নির্বাচনে জয় সম্ভব তা দেখাতে চায় দলটি।
আরএস
No comments yet. Be the first to comment!