ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশ এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির এবং জনগণের প্রত্যাশা অনেক বেশি। তিনি বলেন, মানুষের বিশ্বাস এখন সেই রাজনৈতিক দলগুলোর প্রতি যারা উন্নয়নকে অগ্রাধিকার দেয়।
মোদি এই মন্তব্য করেছেন বিহার নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে। সোমবার ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা লেকচার দিতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার হোক বা আঞ্চলিক রাজ্য সরকার হোক— সব সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। প্রধানমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারগুলো যদি বিনিয়োগ আকর্ষণ ও প্রবৃদ্ধি বাড়াতে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করে, তবে তা দেশের জন্য ভালো হবে। বিজেপির নির্বাচন জয়ের ধারাবাহিকতার প্রসঙ্গে মোদি বলেন, দলটি ভোটে জেতে কারণ তারা সারাক্ষণই মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করে।
তার ভাষায়, “বিশ্বের অনেক দেশ এখন ভারতের উন্নয়ন মডেলকে আশা বা সম্ভাবনার মডেল হিসেবে দেখছে। বিশ্বের অস্থিরতার মধ্যেও ভারতের জিডিপি প্রায় ৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ভারত শুধু উদীয়মান বাজার নয়, এটি এখন উদীয়মান এক মডেল।” মোদি যোগ করেন, “ভারত দ্রুত এগোচ্ছে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উন্নত দেশে পরিণত হওয়ার পথে অস্থির।”
আরএস
No comments yet. Be the first to comment!