জাতীয় সংসদ

৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

আপডেট: ডিসে ১১, ২০২৫ : ০৪:২১ পিএম
৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনায় ৩০০ আসনের জন্য ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ৩ জন কর্মকর্তা রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে। মনির হোসেন জানান, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা–১৩ ও ঢাকা–১৫ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম–১১ আসনে এবং খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থাকবেন খুলনা–৩ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ দেশের ৬৪ জেলার ডিসিরা তাঁদের নিজ নিজ জেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।


আরএস

Tags:
ইসি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!