জাতীয় সংসদ

খুলনার ৬ আসনে ১৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আপডেট: ডিসে ১৩, ২০২৫ : ০৫:৪৪ এএম
খুলনার ৬ আসনে ১৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে খুলনার ছয়টি সংসদীয় আসনে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে শুক্রবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে খুলনার ছয়টি নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার জন্য আগামী ১২ ডিসেম্বর থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ কার্যকর থাকবে। খুলনা মহানগরের দুটি আসনের মধ্যে নগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার নাজমুস সাকিব ও সহকারী কমিশনার শেখ রায়হানা ইসলাম। নগরীর ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কমিশনার ইমরান হাসান এবং সদর সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্ত্তীকে।

এ ছাড়া জেলার চারটি আসনে বিভিন্ন উপজেলায় দায়িত্ব পেয়েছেন সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনাররা। রূপসায় মো. ইফতেখারুল ইসলাম শামীম, দিঘলিয়ায় দেবাংশু বিশ্বাস, বটিয়াঘাটায় মো. শোয়েব শাত-ঈল-ইভান, তেরখাদায় আঁখি শেখ, ডুমুরিয়ায় অমিত কুমার বিশ্বাস, ফুলতলায় তৌহিদ রেজা, দাকোপে মো. সেবগাতুল্যাহ, পাইকগাছায় মো. ফজলে রাব্বী এবং কয়রায় দীপেন সাধক রনিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় করবেন। খুলনা মহানগর এলাকায় এ দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

 

আরএস

Tags:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!