জাতীয় সংসদ

সংসদ নির্বাচনের তফসিল আংশিক সংশোধন করল ইসি

আপডেট: ডিসে ২০, ২০২৫ : ০৩:৩৮ পিএম
সংসদ নির্বাচনের তফসিল আংশিক সংশোধন করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জারি করা মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্য সংশোধন করে নতুন একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে কমিশন।

আজ শনিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মূলত তিনটি পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ১১ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য গত ১১ ডিসেম্বর বাংলাদেশ গেজেটে প্রকাশিত সময়সূচিতে এই সংশোধন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠার দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লেখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে আপিল দায়েরের সময় নির্ধারণ ছিল ২১–২৭ পৌষ (৫–১১ জানুয়ারি, সোমবার–রোববার)। সংশোধিত প্রজ্ঞাপনে তা পরিবর্তন করে ২১–২৫ পৌষ (৫–৯ জানুয়ারি, সোমবার–শুক্রবার) করা হয়েছে।

এ ছাড়া গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ ছিল ২৮ পৌষ–৪ মাঘ (১২–১৮ জানুয়ারি, সোমবার–রোববার)। সংশোধিত প্রজ্ঞাপনে তা পরিবর্তন করে ২৬ পৌষ–৪ মাঘ (১০–১৮ জানুয়ারি, শনিবার–রোববার) নির্ধারণ করা হয়েছে।


আরএস

Tags:
ইসি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!