ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ৯ লাখ ২৬ হাজার ৭০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৩ লাখ ৩৩ হাজার ২০৬ জন, বাকিরা অন্যান্য দেশ থেকে। মোট নিবন্ধনের মধ্যে ৮ লাখ ২৭ হাজার ৮৬৫ জন পুরুষ এবং ৯৮ হাজার ২০৩ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এতে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এর জন্য নিবন্ধন করতে হবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে।
নিবন্ধন কার্যক্রম ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। নিবন্ধন করা দেশগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।
ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে ইসি প্রবাসীদের মধ্যে ৫০ লাখ ভোট সংগ্রহের লক্ষ্যে এই কার্যক্রম চালাচ্ছে।
আরএস
No comments yet. Be the first to comment!