ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি। প্রার্থী নিজে অথবা মনোনীত প্রতিনিধি উপস্থিত থেকে প্রতীক নিতে পারবেন। একজন প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ৩ জন প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের অনুমতি পাবেন।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতীক বিতরণ কার্যক্রম ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঢাকা-৪ আসনের প্রতীক বরাদ্দ শুরু হবে সকাল ৯টায়। ঢাকা-৫ আসনের জন্য সময় সকাল ৯:৩০, ঢাকা-৬ সকাল ১০টা, ঢাকা-৭ সকাল ১০:৩০, ঢাকা-৮ সকাল ১১টা, ঢাকা-৯ সকাল ১১:৩০। ঢাকা-১০ আসনের জন্য সময় দুপুর ১২টা, ঢাকা-১১ দুপুর ১২:৩০, ঢাকা-১২ দুপুর ১টা, ঢাকা-১৪ দুপুর ১:৩০, ঢাকা-১৬ দুপুর ২টা, ঢাকা-১৭ দুপুর ২:৩০। ঢাকা-১৮ আসনের প্রতীক বরাদ্দ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই আসনের একটি মনোনয়ন পূর্বে স্থগিত ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগরীর ১৩ আসনে মোট ২৫৩টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছিল, যার মধ্যে ১৭৪টি সময়মতো দাখিল করা হয়। যাচাই-বাছাই শেষে ১১৯টি বৈধ ঘোষণা করা হয়েছে, ৫৪টি বাতিল এবং ১টি স্থগিত রাখা হয়েছে।
বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, প্রতীক বরাদ্দ প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইন অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।
আরএস
No comments yet. Be the first to comment!