জাতীয় সংসদ

৩৬টি আপিল শুনানি সম্পন্ন, ২৬টি বৈধ, ৬ বাতিল, ৪ স্থগিত

আপডেট: জানু ১০, ২০২৬ : ০৭:৫১ এএম
৩৬টি আপিল শুনানি সম্পন্ন, ২৬টি বৈধ, ৬ বাতিল, ৪ স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের প্রথম দিনের শুনানি আজ নির্বাচন কমিশনে সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। দুপুর ১টার মধ্যে মোট ৩৬টি আপিলের শুনানি শেষ হয়। এর মধ্যে ২৬টি আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে, ৬টি বাতিল হয়েছে এবং ৪টি স্থগিত রাখা হয়েছে।

শুনানি চলাকালীন আপিলের রায় মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ পাঠানো হবে। এছাড়া, নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি, এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

প্রথম দিনের শুনানায় আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন তাসনিম জারা। নির্বাচন কমিশন আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে আপিল শুনানি চালিয়ে যাবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!