বাদামের উপকারিতা
আলমন্ড, আখরোট, কাজুবাদাম ও চিনাবাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ভিটামিন ই। এগুলো রক্তনালী শিথিল করে রক্তসঞ্চালন উন্নত করে। প্রতিদিন এক মুঠো বাদামই যথেষ্ট।
আস্ত শস্য খান
সাদা ভাত বা ময়দার পরিবর্তে বাদামি চাল, আস্ত গম, ওটস, বার্লি বা কুইনোয়া খেতে পারেন। এগুলো ফাইবারসমৃদ্ধ, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তে শর্করা স্থিতিশীল রাখে।
রঙিন ফল ও সবজি
টমেটো, বেরি, আঙুর, মরিচ, মূলাসহ বিভিন্ন রঙের ফল–সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা প্রদাহ কমায় ও রক্তনালীকে সুরক্ষা দেয়। প্রতিদিন প্লেটের অর্ধেক ভরাট করুন সবজি দিয়ে, আর দুই থেকে তিনবার ফল খান।
সময় মেনে খাবার
সকাল ৭টা থেকে রাত ৯টার মধ্যে নিয়মিত খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দীর্ঘ বিরতি না রেখে পুষ্টিকর নাস্তা দিয়ে দিন শুরু করা উচিত।
শীতে হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান ও উষ্ণতায় থাকা জরুরি বলে চিকিৎসকেরা মনে করেন।
আরএস
No comments yet. Be the first to comment!