লাইফস্টাইল

শীতের আগেই পা ফাটার সমস্যা? জেনে নিন করণীয়

আপডেট: নভে ১২, ২০২৫ : ০৬:২১ এএম ১৫
শীতের আগেই পা ফাটার সমস্যা? জেনে নিন করণীয়

শীতের আগেই অনেক মানুষ পা ফাটার সমস্যায় ভুগছেন। বিশেষ করে গোড়ালি ফেটে গেলে হাঁটাচলায় অসুবিধা সৃষ্টি হয়। বাজারের পেডিকিউর সবসময় কার্যকর নাও হতে পারে। তবে ঘরেই সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে আপনি পায়ের ত্বককে নরম ও মসৃণ রাখতে পারেন।

ফুট স্ক্রাব বানানোর উপকরণ:

১ কাপ চিনি

১/২ কাপ নারকেল তেল

২ চামচ মধু

অর্ধেক লেবুর রস

উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটি এয়ার-টাইট কৌটায় ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। এখানে চিনি ও মধু মৃত ত্বক পরিষ্কার করতে সাহায্য করে, নারকেল তেল ত্বকে আর্দ্রতা যোগ করে এবং মধু ত্বককে ময়েশ্চারাইজড রাখে।

কিভাবে ব্যবহার করবেন:

১. এক বালতি উষ্ণ পানিতে ১০–১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন।
২. এরপর পা ধুয়ে নিন।
৩. ফুট স্ক্রাব পায়ের ত্বকে লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন।
৪. উষ্ণ পানি দিয়ে ধুয়ে শুকনো করে ময়েশ্চারাইজার লাগান।

সপ্তাহে ২–৩ বার এই পদ্ধতি অনুসরণ করলে গোড়ালি ফাটার সমস্যা অনেকটা কমবে এবং পায়ের ত্বক থাকবে নরম ও সুস্থ।

সূত্র: বাংলা হান্ট

আরএস

Tags:
টিপস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!