রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দীর্ঘ সময় স্থায়ী এই কম্পনে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস থেকে অনেক মানুষ রাস্তায় নেমে আসেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম তীব্র ভূমিকম্প বলে জানিয়েছেন রাজধানীবাসী।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কেন্দ্রস্থল কিংবা রিখটার স্কেলে এর মাত্রা জানা না গেলেও এর কম্পন ছিল స్పষ্ট ও শক্তিশালী। ভূমিকম্প শুরু হতেই রাজধানীর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বহুতল ভবনগুলো দুলতে থাকায় লোকজন দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
মোহাম্মদপুরের বাসিন্দা শায়লা পারভীন বলেন, ‘আমি তখন রান্নাঘরে। হঠাৎ দেখি মেঝে দুলছে। প্রথমে বোঝা যাচ্ছিল না কী হচ্ছে। পরে আলমারি–টেবিল নড়তে দেখে দৌড়ে নিচে নেমে আসি। ২০ বছরের জীবনে এমন কাঁপন কখনো অনুভব করিনি।’ গুলশানের একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মী রফিক মিয়ার অভিজ্ঞতাও একই রকম। তিনি বলেন, ‘বিল্ডিংটা এমন দুলছিল যে সবাই ভয় পেয়ে যায়। মানুষ চিৎকার করতে করতে নিচে নামছিল।’ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে কম্পন এতটাই প্রবল ছিল যে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরএস
No comments yet. Be the first to comment!