নাগরিকের কথা ডেস্ক

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট: নভে ২২, ২০২৫ : ০৫:৪৯ এএম ১৪
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম।

শ্রদ্ধা নিবেদনের পর ভুটানের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।

এর আগে সকালে শেরিং তোবগেকে বহনকারী Druk Air–এর ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

আজ দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর একান্ত বৈঠক হওয়ার কথা। সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন তিনি।

সূত্র: বাসস


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!