নাগরিকের কথা ডেস্ক

ব্রাজিলে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন

আপডেট: নভে ২৭, ২০২৫ : ০৬:০০ এএম ১২
ব্রাজিলে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল। বুধবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা টিকাটি অনুমোদন দিয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ার মধ্যেই কর্তৃপক্ষ এটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছে।

সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট ‘বুটানটান-ডিভি’ নামের এই টিকাটি তৈরি করেছে। ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বে শুধুমাত্র ‘টিএকে-০০৩’ নামের ডেঙ্গু টিকা প্রচলিত আছে, যা তিন মাস ব্যবধানে দুটি ডোজে নিতে হয়। নতুন টিকার সুবিধা হলো, একবার নিলেই পর্যাপ্ত প্রতিরোধ ক্ষমতা পাওয়া যায়। বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কাল্লাস বলেন, “ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্যের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। যে রোগটি আমাদের কয়েক দশক ধরে ভোগাচ্ছে, এখন আমরা শক্তিশালী হাতিয়ার দিয়ে মোকাবিলা করতে পারব।”

টিকা তৈরির জন্য ব্রাজিলে আট বছর ধরে ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে টিকার কার্যকারিতা ৯১.৬ শতাংশ। ডব্লিউএইচওর তথ্যমতে, ২০২৪ সালে বিশ্বে ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রায় ১২ হাজারের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মৃত্যুর অর্ধেকের বেশি ঘটনা ঘটেছে। গবেষকরা জলবায়ু পরিবর্তনকেই এর অন্যতম দায়ী হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানান, টিকা উৎপাদনের জন্য চীনের উশি বায়োলজিক্স কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করা হবে।

সূত্র: এএফপি

আরএস

Tags:
ডেঙ্গু ব্রাজিল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!