বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ অনুযায়ী সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।’
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্স ৯ ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে বলে জানা গেছে। অনুমতি মিললে অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।
আরএস
No comments yet. Be the first to comment!