নাগরিকের কথা ডেস্ক

বিজয় দিবসে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

আপডেট: ডিসে ১৫, ২০২৫ : ০৯:৩২ এএম
বিজয় দিবসে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বিশেষ প্যারাজাম্প কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রোরেলের এক বার্তায় জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত থাকবে। এই সময়ে সব স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং যাত্রী পরিবহন কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তাজনিত কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যারাট্রুপারদের আকাশপথে নিরাপদে নামার এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সময় মেট্রোরেল বন্ধ রাখা জরুরি।

মেট্রোরেল কর্তৃপক্ষ স্বীকার করেছে, সাময়িক এই বন্ধের ফলে যাত্রীসাধারণের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে এবং এজন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।

 

আরএস

Tags:
মেট্রোরেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!