মঈন মাহমুদ
বিসিকের উদ্যোগে উত্তরার ৬ নম্বরে বিসিক পৌষমেলা ২০২৬ শুরু হয়েছে। শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান উত্তরাস্থ বিসিক ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন।
উত্তরাস্থ বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে ০৮ জানুয়ারি হতে ১৭ জানুয়ারি পর্যন্ত ১০ (দশ) দিনব্যাপী 'বিসিক পৌষমেলা ২০২৬' মেলাটি প্রতিদিন সকাল ১০.০০ টা হতে রাত ০৯.০০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মেলা উদ্বোধনে শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বলেন, বিসিক আয়োজিত এ ধরনের মেলা ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের বিশেষত নারী উদ্যোক্তাদের, পণ্য প্রদর্শন ও বাজারজাত করতে সাহায্য করে, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে। যা স্থানীয় শিল্পের প্রসার ও উদ্যোক্তা উন্নয়নে বিসিকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’
এছাড়াও বিসিক পৌষমেলা ২০২৬ এর উদ্বোধনে বিসিকের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ শাহাদত হোসেন, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহম্মেদসহ বিসিকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌষমেলায় নানা পণ্যের প্রায় ৩০ টি স্টল রয়েছে। স্টলগুলোতে হস্ত ও কারুপণ্য, নকশী কাঁথা, পাটজাত পণ্য, শতরঞ্জি,মৃৎশিল্প, চামড়াজাত পণ্য, পিঠা-পুলি ইত্যাদি নানা পণ্যসমূহ পাওয়া যাবে। মেলার স্থান: বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বর, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০।
আরএস
No comments yet. Be the first to comment!