নাগরিকের কথা ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬০ জন

আপডেট: নভে ১৪, ২০২৫ : ০৫:৪৮ পিএম
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬০ জন

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ শুক্রবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগ ও এলাকায় নতুন ভর্তি রোগীদের বিভাজন হলো—

বরিশাল বিভাগ: ৫৫ জন

চট্টগ্রাম বিভাগ: ১২৫ জন

ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৭১ জন

ঢাকা উত্তর সিটি: ১৪৫ জন

ঢাকা দক্ষিণ সিটি: ২৬ জন

ময়মনসিংহ বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৩৩ জন

সিলেট বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৫ জন

এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ৮৩,০৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৬ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১,০১১,২১৪ জন, এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। ২০২৩ সালে একই সময়মাপে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ১,৭০৫ এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে ডেঙ্গু সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


আরএস

Tags:
ডেঙ্গু

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!