ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ (এসবিই)-এর উদ্যোগে ঢাকার ওয়েস্টিন হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ২০২৫ (আইসিইবিটিএম)’।
গতকাল শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ড. ম তামিম, উপ–উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, এসবিই-এর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ এবং সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. মামুন হাবিব।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
প্রথম দিনের মূল প্রবন্ধ তুলে ধরেন ড. হোসেন জিল্লুর রহমান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের অধ্যাপক ড. জনাথন লিউ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব নটিংহামের অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান। সেশন পরিচালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ. সোবহানী এবং যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির ড. ডেরেক ওয়েস্টফল।
শিল্প–খাতের নেতাদের নিয়ে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি টক’ ও ‘অ্যাকাডেমিয়া–ইন্ডাস্ট্রি ডিসকাশন’-এ অংশ নেন শারজাহ মেরিটাইম একাডেমির ড. ফেরদৌস সালেহীন, আইইউবিএটি–র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম নূরুল আবসার, এআইইউবির উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং মালয়েশিয়ার অধ্যাপক ড. রাজাহ রাসিয়াহ। শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রহিম–আফরোজের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. আহমাদ আহসান, অ্যামচ্যামের মির্জা সজীব রায়হান, এমসিসিআই–এর কামরান টি রহমান, আইসিডিডিআরবির ড. মো. মোশারফ হোসেন, সিআইটিএল–এর ড. বেন বাভেফপেফে এবং কানাডার এমেকা হেনরি এগসন।
দিনব্যাপী অনুষ্ঠিত দুটি প্যারালেল সেশনে দেশ–বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী ও গবেষকেরা ৮০টি গবেষণাপত্র উপস্থাপন করেন। পাশাপাশি ছিল পিএইচডি কলোকিয়াম ও পেপার–রাইটিং কর্মশালা, যেখানে পিএইচডি গবেষকেরা তাঁদের চলমান ও সমাপ্ত গবেষণা তুলে ধরেন। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টির বেশি দেশ থেকে প্রায় ৩০০ অংশগ্রহণকারী উপস্থিত রয়েছেন।
আরএস
No comments yet. Be the first to comment!