তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে দেশে দিনদুপুরে ভোটের ফল রাতে বদলে যাওয়ার সংস্কৃতি বন্ধ হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তাঁর ভাষায়, ‘আজ থেকে বাংলাদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দেবে না।’
আজ বৃহস্পতিবার আপিল বিভাগের ঐতিহাসিক রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক কাঠামো। ‘ফুল জাজমেন্টে বিষয়গুলো স্পষ্ট হবে। তবে আজকের রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত হলো,’ যোগ করেন তিনি। তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল। হাইকোর্ট ওই সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেছেন। তাঁর দাবি, ‘এই সংশোধনী অসৎ উদ্দেশ্যে আনা হয়েছিল।’
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা কোরান বা বাইবেল নয়। ২০ বছর পর যদি মানুষ মনে করে এই ব্যবস্থা পচে–গলে গেছে এবং এর চেয়ে ভালো পদ্ধতি আছে, তাহলে সংসদ সেটি পরিবর্তনের সুযোগ পাবে।’
আপিল বিভাগ আগের তত্ত্বাবধায়কবিষয়ক রায়কে ‘কলঙ্কিত’ বলেছে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘কলঙ্কিত বলেই সে রায় বাতিল করা হয়েছে। খায়রুল হকের নেতৃত্বে সে রায় লেখার সময় দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ হয়েছে—আমরা আদালতে সেটাও দেখিয়েছি।’ তিনি যুক্তি দেন, মুখে রায় ঘোষণা করলে তা-ই রায় হিসেবে গণ্য হয়; পরে পরিবর্তনের আইনি পদ্ধতি ছিল রিভিউর মাধ্যমে। রাজনৈতিক প্রেক্ষাপট রায়ে প্রভাব ফেলেছে কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি তা মনে করি না। এটা রাজনৈতিক নয়, একটি আইনি রায়।’ তাঁর মতে, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর যে নির্বাচনগুলো হয়েছে এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হবে—দুটিই জনগণের কাছে বিচারযোগ্য বিষয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রিস্টোরড হয়েছে—পূর্বাবস্থায় ফিরে গেছে। এটি হ্যাঁ–না ভোটের বিষয় নয়।’
আরএস
No comments yet. Be the first to comment!