জাতীয়

তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার

আপডেট: নভে ২০, ২০২৫ : ০৮:৪২ এএম ১৯
তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
প্রতীকী ছবি

অবৈধ মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে। তবে বর্তমানে ব্যবহৃত বা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধ হবে না।

সরকার মূলত ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত এবং চোরাচালানকৃত ফোন বন্ধ করার পরিকল্পনা করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল এক ফেসবুক পোস্টে বলেছেন, “আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত এবং চোরাচালানকৃত ফোন বন্ধ করব, ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানিয়েছেন, রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন পদ্ধতি সাধারণ নাগরিকদের জন্য সহজ করার ওপর সরকার কাজ করছে। যেসব ফোন ক্লোন করা নয় এবং যেগুলো বৈধভাবে আপনার নামে রেজিস্ট্রেশন করা সিমে ব্যবহার হচ্ছে, সেগুলোতে কোনো ঝামেলা হবে না।

ফয়েজ তৈয়্যব পরামর্শ দিয়েছেন, ব্যবহারকারীরা যেন সব সময় তাদের সিম নিজের নামে রেজিস্ট্রেশন রাখেন। প্রবাসীরা নিয়ম মেনে এক বা দুটি ফোন আনতে পারবে এবং সেগুলোও রেজিস্ট্রেশন করা যাবে। তবে দুটির বেশি ফোন আনলে এনবিআরের আলাদা নিয়ম অনুসরণ করতে হবে এবং একটি নির্দিষ্ট ফি দিতে হবে।
তিনি আরও জানিয়েছেন, গ্রাহকদের সুবিধা বিবেচনা করে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!