দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ভুটানের জাতীয় বিমানসংস্থা Druk Air–এর একটি বিমান তাকে বহন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সাক্ষাৎ শেষে ভুটানের প্রধানমন্ত্রীকে একটি অস্থায়ী অভিবাদন মঞ্চে নেওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনির সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেরিং টোবগে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে যান। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থী খাতায় স্বাক্ষর করেন।
আজ বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টার। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে তার কার্যালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে শেরিং টোবগের বৈঠক হওয়ার কথা। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত সরকারি ভোজসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শেষ করবেন তিনি।
আরএস
No comments yet. Be the first to comment!