জাতীয়

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট: নভে ২২, ২০২৫ : ১১:২৬ এএম ১৭
বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বঙ্গোপসাগর এখন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে পরিণত হয়েছে এবং বাংলাদেশ কোনোভাবেই নিষ্ক্রিয় করিডোর নয়। তিনি বলেন, “বাংলাদেশ আত্মবিশ্বাসী, সক্রিয় ও সার্বভৌম ভূমিকা পালন করতে চায়। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার আমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করব।”

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ নিজেকে সক্রিয় ও দায়িত্বশীল আঞ্চলিক প্লেয়ার হিসেবে উপস্থাপন করতে চায়। “আমরা নিষ্ক্রিয় করিডোর হতে চাই না। প্রয়োজন হলে দৃঢ়ভাবে কথা বলব। জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে আমরা উৎপাদনশীল অংশীদার হিসেবে কাজ করব।”
ক্ষমতার কাঠামো নিয়ে তিনি বলেন, আঞ্চলিক বড় ও মধ্যম শক্তিগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকতে হলে সিদ্ধান্ত নিতে হবে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, “আমার দেশ ভঙ্গুরতার মূল্য জানে। আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখেছি। আমরা জানি একটি মানবিক সংকট কত দ্রুত বিস্তৃত হতে পারে।” আঞ্চলিক স্থিতিশীলতা প্রসঙ্গে তৌহিদ হোসেন আরও বলেন, স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রয়োজন। কার্যকর বহুপাক্ষিক ও আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন—যে প্রতিষ্ঠান কেবল আলোচনা নয়, বাস্তব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সিজিএসের সভাপতি জিল্লুর রহমান এবং সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বক্তব্য দেন।


আরএস

Tags:
পররাষ্ট্র উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!