জাতীয়

মেট্রোরেল লাইনে ড্রোন পড়ায় সাময়িক স্থবির, পরে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট: নভে ২২, ২০২৫ : ০৩:৪৬ পিএম ১১
মেট্রোরেল লাইনে ড্রোন পড়ায় সাময়িক স্থবির, পরে ট্রেন চলাচল স্বাভাবিক

উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ার কারণে শনিবার রাতের ট্রেন চলাচল প্রায় নয় মিনিট বন্ধ ছিল। পরে ড্রোন অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৮টা ৪৭ মিনিটে ড্রোন পড়ে ট্রেন চলাচল বন্ধ হয় এবং ৮টা ৫৬ মিনিটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শরীফি আরও জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন অপসারণ না হওয়া পর্যন্ত মেট্রোরেল বন্ধ রাখা হয়েছিল। তিনি এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

ডিএমটিসিএল আগেই মেট্রোরেল লাইনের আশপাশের এক কিলোমিটার এলাকায় ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা অনুরূপ কোনো বস্তু উড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে উচ্চক্ষমতার বৈদ্যুতিক লাইনের মাধ্যমে মেট্রো ট্রেন চালিত হওয়ায় এসব বস্তু বৈদ্যুতিক লাইনে জড়িয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। মেট্রোরেল কর্তৃপক্ষ এমন ঝুঁকিপূর্ণ কার্যকলাপ প্রতিরোধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

 

আরএস

Tags:
মেট্রোরেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!