জাতীয়

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: নভে ২৩, ২০২৫ : ০৭:০১ এএম ১৪
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই।”
 

রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচনের সময় ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, বিক্ষোভ-মিছিল ও সভা-সমিতি বাড়বে—এটাই স্বাভাবিক। তবে এর ফলে পরিস্থিতির অবনতি ঘটবে—এমন আশঙ্কা নেই।” তিনি আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর গত দেড় বছরের চেষ্টায় সার্বিক পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে।
এক প্রশ্নে দেশে অপরাধ বেড়ে অভ্যন্তরীণ নিরাপত্তা ‘ক্রান্তিকালে’ আছে কিনা—এমন মন্তব্যকারী নিরাপত্তা বিশ্লেষকের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “তিনি কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলেন, তা আমার জানা নেই। আমাদের দেশে এখন অনেকেই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক হন। যোগ্যতা কী—সেটা না জেনে আমি মন্তব্য করতে চাই না।”
ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা নিয়ে ভাবনা সাম্প্রতিক ভূমিকম্পের প্রসঙ্গ টানলে উপদেষ্টা জানান, “অন্য দেশে আগাম সতর্কতা ব্যবস্থা আছে কি না, নিশ্চিত নই। তবে শুনেছি কিছু দেশে ১০ সেকেন্ড আগে সতর্কতা দেয় এমন অ্যাপ রয়েছে। আমাদের দেশেও এমন অ্যাপ চালু করা যায় কি না—সেটা ভাবছি।”

তিনি বলেন, ভূমিকম্পের পরে আরও একটি হওয়ার সম্ভাবনা নিয়ে বিভিন্ন মত আছে। “আমরা বিশেষজ্ঞ নই। এ বিষয়ে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলব।” এ সময় উপদেষ্টা ভবন নির্মাণে বিল্ডিং কোড মানার ওপর জোর দেন। “জলাশয় ভরাট করে ভবন করলে ঝুঁকি বাড়ে। ভূমিকম্পের সময় আশ্রয়ের মতো বড় মাঠও ঢাকায় নেই। ভবিষ্যতে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।” সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় মন্তব্য মধ্যরাতে ডিবি পুলিশ এক সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “জানিয়েছি—যে কাজটি তিনি করেছিলেন, তা সাংবাদিকতার কাজ ছিল না। বিষয়টি সাংবাদিকরাই আলোচনা করেছেন।” উপদেষ্টা আশা প্রকাশ করেন, নির্বাচন ঘনিয়ে এলেও নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।


আরএস

Tags:
স্বরাষ্ট্র উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!