আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির চিত্র সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েককে অবহিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৩ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মহাসচিবের বৈঠকে প্রস্তুতি, অগ্রগতি, বিদেশে ভোটদান, রেফারেন্ডামসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, “মহাসচিব বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চান। আমরা জানিয়েছি—ভোটের জন্য প্রয়োজনীয় সব নির্বাচন–সামগ্রী প্রস্তুত করা হচ্ছে।” প্রথমবার প্রবাসীদের ভোটাধিকার বৈঠকে ইসি মহাসচিবকে জানায়—বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ চালু করার প্রক্রিয়া চলছে।
সচিব বলেন, “৫৩ বছরের ইতিহাসে এবারই প্রথম প্রবাসীদের ভোটদান অন্তর্ভুক্ত হচ্ছে—এ খবর শুনে মহাসচিব সন্তোষ প্রকাশ করেছেন।” আইসিপিভির আওতায় অভ্যন্তরীণ দায়িত্বে থাকা প্রায় ১০ লাখ ভোটারকেও ভোটদানের সুযোগ দেওয়া হয়েছে, যা মহাসচিবের কাছে ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রতীয়মান হয়েছে। রেফারেন্ডামেও আস্থা
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনকে কঠিন দায়িত্ব হিসেবে আখ্যা দিয়ে মহাসচিব বলেন, ইসি যে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তা দেখে তিনি আশাবাদী।
নারী ভোটার অংশগ্রহণ, ভোটার তালিকা হালনাগাদ এবং মৃত ভোটার বাদ দেওয়ার উদ্যোগও মহাসচিব প্রশংসা করেন। ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সতর্কবার্তা
মিসইনফরমেশন ও ফেক নিউজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কমনওয়েলথ মহাসচিব।
ইসি সচিব বলেন, “তিনি অভিজ্ঞতা শেয়ার করে আমাদের আরও সতর্ক থাকতে বলেছেন। আমরা জানিয়েছি—মাধ্যমে নিয়মিত তথ্য প্রচার হচ্ছে, ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে।” মানুষের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমনওয়েলথ মহাসচিবের উদ্ধৃতি দিয়ে সচিব জানান, “তিনি বলেছেন—নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য প্রচার–প্রচারণা অপরিহার্য।” সিইসি তাকে জানান—ইসি নিজস্ব প্রচার চালাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা মিললে এর ফল আরও ভালো হবে।
সহযোগিতায় প্রস্তুত কমনওয়েলথ মহাসচিব জানিয়েছেন, ৫৬ সদস্য দেশের সংগঠন হিসেবে কমনওয়েলথ প্রয়োজন হলে সহযোগিতা দিতে প্রস্তুত। ইসি সচিব ব্রিফিংয়ে বলেন, সহযোগিতার ধরন নির্ধারণে কিছু সময় প্রয়োজন হবে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত বিদেশি পর্যবেক্ষক নিয়েও আলোচনা হয়। ইসি জানায়—পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে। মহাসচিব আশা প্রকাশ করেন, “তাদের উপস্থিতি নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য করতে ভূমিকা রাখবে।”
পর্যবেক্ষকদের সংখ্যা বা সময় এখনো নির্দিষ্ট হয়নি বলে জানান সচিব। আইন–শৃঙ্খলা পরিস্থিতির চিত্র দেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নেন মহাসচিব।
ইসি জানায়—সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। ‘ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও পার্টিসিপেটরি’ নির্বাচনের প্রত্যাশা
আলোচনার শেষাংশে মহাসচিব নির্বাচন কমিশনের প্রস্তুতির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আমরা আশা করি—এবারের নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও পার্টিসিপেটরি হবে।”
ইসি সচিব আখতার আহমেদ জানান, “সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। মহাসচিব আমাদের প্রস্তুতির প্রশংসা করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি।”
আরএস
No comments yet. Be the first to comment!