জাতীয়

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট: নভে ২৩, ২০২৫ : ০৮:০৮ এএম ২০
সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান
ফাইল ছবি

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, “সামনে দেশ একটি নির্বাচনের দিকে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব, যেন সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।”

আজ রবিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সেনাপ্রধান আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।”


আরএস

Tags:
সেনাবাহিনী সেনাপ্রধান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!