দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। সর্বশেষ ভারতের বিপক্ষে খেলেছিলেন জাতীয় দলের জার্সিতে। সিরিজ শুরুর আগেই দেশ ছাড়লেও এখনও দেশের মানুষকে ভুলে নেই বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’। তাই দূরে থেকেও দেশের জন্য দোয়া চাইলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আজ রবিবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সাকিব। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতেই সময় কাটছে তার। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন সাকিব। টুর্নামেন্ট শুরুর পর থেকেই স্কোয়াডে থাকলেও প্রথম তিন ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।
শেষ পর্যন্ত আজমান টাইটান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে একাদশে ফেরেন সাকিব। তবে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি। ফলে টানা হারের ধারায়ই থেমে গেছে রয়্যাল চ্যাম্পস। এখন পর্যন্ত চার ম্যাচে মাঠে নেমে সবকটিতেই হেরেছে সাকিবের দল। কোনো পয়েন্ট না পাওয়ায় টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে তারা। দলীয় ব্যর্থতা সঙ্গী হলেও দেশের প্রতি টান আগের মতোই অটুট—সেই বার্তাই যেন দিলেন সাকিব আল হাসান।
আরএস
No comments yet. Be the first to comment!