জাতীয়

এখন ঐক্য ধরে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট: নভে ২৪, ২০২৫ : ০৫:৪২ পিএম ১৪
এখন ঐক্য ধরে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা

আলেম–ওলামাদের দীর্ঘ মেহনত ‘ব্যর্থ হয়নি’ মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ৫৪ বছরের নিপীড়ন–নিগ্রহ সত্ত্বেও ইসলামী শক্তি আবার মাথা তুলে দাঁড়ানোর সাহস পেয়েছে। তিনি বলেন, ‘পূর্ব দিগন্তে নতুন সূর্য উঁকি দিচ্ছে, ওঠা বাকি মাত্র। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে।’

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত ‘মুসলিম পারিবারিক আইন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, পাকিস্তানি শাসনামলে মুসলিম পারিবারিক আইন নামে এমন কিছু বিধান চাপিয়ে দেওয়া হয়েছিল, যার কিছু অংশ ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে এসব বিষয় দ্রুত সমাধান করবে।

হিলে বিয়ে শরিয়তবিরোধী উল্লেখ করে ড. খালিদ বলেন, ‘তালাকের অপব্যবহারে পরিবারে সংকট দেখা দেয়। তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে এক শ্রেণির মানুষ শরিয়তের ভুল ব্যাখ্যা দিয়ে হিলে বিয়ের পথ বের করে। এটি নারীর প্রতি অবমাননাকর; ইসলামও এতে আঘাতপ্রাপ্ত হয়।’

সভাপতিত্ব করেন মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। পরিচালনা করেন মহাসচিব ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী।

প্রধান আলোচক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, প্রতিটি মুসলমানকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে ইসলাম পালন করতে হয়। কিন্তু বিদ্যমান কিছু আইনি বাধ্যবাধকতার কারণে তা অনেক সময় সম্ভব হয় না। জুলাই অভ্যুত্থান–পরবর্তী ‘ন্যায় ও ইনসাফের বাংলাদেশে’ এসব সমস্যার দ্রুত সমাধান জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামছুল আলম, প্রো–ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, সিনিয়র জেলা ও দায়রা জজ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আ. ছালাম খান।

প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এবিএম মাহবুবুল ইসলাম। বক্তব্য দেন মুফতি সাঈদ আহমদ মুজাদ্দেদী, প্রফেসর ড. নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আবু তাহের জিহাদী, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, ড. মাওলানা ঈসা শাহেদীসহ আরও অনেকে।


আরএস

Tags:
ধর্ম উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!