বিএনপির ভার্চুয়াল এক সভায় প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার অনুষ্ঠিত এ সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে জাইমা রহমান উপস্থিত নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘থ্যাংক ইউ সবাই। এত কষ্ট করে যে আপনারা এসেছেন, এত কাজ করেছেন… আজ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রিজভী আঙ্কেল নোট নিয়েছেন, পাভেল আঙ্কেলও নোট নিয়েছেন। আমরা সেন্ট্রালি দেখি—কতটুকু কীভাবে করা যায়।’
তিনি আরও বলেন, ‘কাজটা যেন এগিয়ে যায়। সবার সঙ্গে সবার যোগাযোগ থাকা উচিত। উই শুড হেল্প ইচ আদার—হোয়াট ইজ পসিবল। খোকন আঙ্কেল খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সময় অনুযায়ী কীভাবে কাজ করা উচিত। যেন দেরি না করি। স্কেজুল অনুযায়ী প্রায়োরিটি সেট করে কাজ করা উচিত।’
সভাটি অনুষ্ঠিত হয় প্রবাসীদের ভোট-সম্পৃক্ত কার্যক্রম নিয়ে। যুক্ত হন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন বলেন, ‘ব্যারিস্টার জাইমা রহমান রোববারের ভার্চুয়াল সভায় বক্তব্য রেখেছেন। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।’
জাইমা রহমান ২০০৮ সালে বাবা-মায়ের সঙ্গে লন্ডনে যান। সেখানে স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সম্পন্ন করেন। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক এবং লিংকন্স ইন থেকে বার–অ্যাট–ল সম্পন্ন করেন।
আরএস
No comments yet. Be the first to comment!