জাতীয়

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাই: সিইসি

আপডেট: নভে ২৫, ২০২৫ : ০৬:২২ এএম ১৬
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাই: সিইসি

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দেশকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘অতীতের ভুল–ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। আমাদের এজেন্ডা একটাই—একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে।’ সিইসি পর্যবেক্ষকদের ইসির “সহযোগী” হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি পর্যবেক্ষকদের উদ্দেশে দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানান—
১. নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া।
২. যারা মাঠে পর্যবেক্ষণ করবেন, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকেন।

সিইসি বলেন, “পর্যবেক্ষণ ব্যবস্থাকে আমরা আরও পেশাদার করতে চাই। সঠিক তথ্য তুলে ধরতে হবে, যাতে জাতির সামনে নির্বাচন প্রক্রিয়ার প্রকৃত চিত্র প্রতিফলিত হয়।” দিনব্যাপী এ সংলাপে বিভিন্ন পর্যবেক্ষক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


আরএস

Tags:
ইসি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!