জাতীয়

দেশকে জামায়াত–বিএনপি বানানোর সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট: নভে ২৫, ২০২৫ : ০৬:৫৫ এএম ১২
দেশকে জামায়াত–বিএনপি বানানোর সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনীতিতে আর ‘গুলশান–মগবাজার হাজিরা culture’ চলবে না। তিনি বলেন, ‘বিগত দিনে গুলশান ও মগবাজারে হাজিরা দিলে মনোনয়ন নিশ্চিত ছিল। আমরা সে প্রক্রিয়ায় যাচ্ছি না। আমাদের মনোনয়নপ্রত্যাশীরা জনগণের কাতারে হাজিরা দিয়েছেন। চাষাভুষা, কৃষকের সন্তান, রিকশাচালক—সবার জন্যই মনোনয়ন উন্মুক্ত রেখেছি।’

তিনি দাবি করেন, জনগণ এখন ‘শাপলা কলি’ প্রতীকের বিজয়ের অপেক্ষায় আছে। ‘দেশকে জামায়াত বা বিএনপি বানানোর সুযোগ নেই,’ মন্তব্য করে তিনি বলেন, সবাইকে সমান গুরুত্ব দিয়ে এগোতে হবে। গতকাল সোমবার রাতে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রমের শেষ দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন পাটওয়ারী। এর আগে রোববার সকাল ৯টায় সাক্ষাৎকার কার্যক্রম উদ্বোধন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

‘নির্বাচন কমিশন একদিকে হেলে গেছে’ ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং জামায়াতের মোটর শোডাউন বন্ধের ঘোষণাকে স্বাগত জানান। তবে তাদের করা আগের শোডাউনগুলোর সমালোচনাও করেন তিনি। ভূমিকম্প পরিস্থিতিতে সরকারের তৎপরতার প্রশংসা করে তিনি আরও বলেন, এসব ক্ষেত্রে সরকারকে আরও সচেতন ও দ্রুতগতিতে কাজ করতে হবে। কুমিল্লার দেবীদ্বারে বিএনপির এক প্রার্থীর বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কখনোই আমাদের বংশ পরিচয় নিয়ে কারও কাছে মাথানত করিনি।’

নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি দাবি করেন, ইসি একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। ‘ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিপক্ষে আমাদের অবস্থান। বিএনপি–জামায়াত কাউকেই ভয় পাই না, জনগণের শক্তি নিয়েই আমরা এগোতে চাই,’ বলেন তিনি। ‘২৪ সালের গণহত্যার বিচার হলে একাত্তরের বিচারও হতে হবে’

বর্তমান রাজনীতির নানা ইস্যু তুলে ধরে তিনি বলেন, ‘২৪-এর গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার হলে একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে।’ তিনি জানান, শিগগিরই “জনগণের অ্যালায়েন্স” গঠিত হবে, যেখানে এনসিপির বাইরেও কয়েকটি দল যুক্ত হবে। সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা–সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

আরএস

Tags:
জাতীয় নাগরিক পার্টি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!