জাতীয়

সিটিটিসির তিন কুকুর বিক্রি ৬ লাখ ৩০ হাজার টাকায়

আপডেট: নভে ২৫, ২০২৫ : ১১:০৬ এএম ১৩
সিটিটিসির তিন কুকুর বিক্রি ৬ লাখ ৩০ হাজার টাকায়
সংগৃহীত ছবি

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রশিক্ষিত তিনটি কুকুর কোরি, স্যাম ও ফিন বিক্রি হয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকায়।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) মিরপুর-১৪ পুলিশ লাইন্সের কে-নাইন টিম সদর দপ্তরে উন্মুক্ত নিলামের মাধ্যমে এই কুকুরগুলো বিক্রি করা হয়। কে-নাইন স্কোয়াডের পুলিশ পরিদর্শক ফখরুল আলম জানান, নিলামে অংশগ্রহণকারীরা এক হাজার টাকা করে জমা দিয়ে অংশ নেন। নিলামে কোরি ল্যাব্রাডর কুকুরটি সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়, কিনেছেন একজন সাধারণ নাগরিক। বাকি দুটি কুকুর স্যাম ৪০ হাজার এবং ফিন ৩০ হাজার টাকায় কিনেছেন পারটেক্স গ্রুপ।

তিনি আরও বলেন, কুকুরগুলো আগামী ২৭ নভেম্বর হস্তান্তর করা হবে, এবং এই তিনদিন তারা কে-নাইন টিম সদর দপ্তরে থাকবে। সিটিটিসি সূত্রে জানা গেছে, এই কুকুরগুলো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বিস্ফোরক ও বিপজ্জনক বস্তু শনাক্তকরণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তবে, বয়স আট বছরের কারণে তারা এখন আর কঠিন কার্যক্রমে নিযুক্ত করা যায় না। ফিন ও কোরি ল্যাব্রাডর, স্যাম জার্মান শেফার্ড, স্বাস্থ্য ভালো এবং সহজেই পোষা প্রাণী হিসেবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।

এই কুকুরগুলো পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে বইমেলা, সভা–সমাবেশ ও এয়ারপোর্টে কার্গো চেকিংয়ে তারা কার্যকর ভূমিকা রেখেছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!