বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে জার্মানি। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে দেশটি।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এসব কথা বলেন ঢাকার জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে—এটাই আমাদের প্রত্যাশা। ভোটার উপস্থিতিও বেশি হবে বলে আমরা আশা করি।’ তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ৬০ শতাংশ ভোট পড়বে। আমরা চাই সেই প্রত্যাশা পূরণ হোক।
ভোটের প্রচার–প্রচারণার সময় যেন রাজনৈতিক সহিংসতা কম হয়, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।
আরএস
No comments yet. Be the first to comment!