জাতীয়

এসপি নিয়োগে তিনটি ক্যাটাগরি, বাদ পড়েননি মেধাবীরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: নভে ২৬, ২০২৫ : ০৭:০৮ এএম ১৩
এসপি নিয়োগে তিনটি ক্যাটাগরি, বাদ পড়েননি মেধাবীরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে পুলিশ সুপার (এসপি) নিয়োগে তিনটি ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, লটারিতে কারা কোন জেলায় যাবেন তা নির্ধারণ হয়েছে, তবে মেধাবীরা কেউ বাদ পড়েননি।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা জেলাগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে এ, বি ও সি—এ তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি। এটা আয়তনভিত্তিক নয়। কোন জেলায় কারা দায়িত্ব পালন করবেন, তা বিবেচনা করেই এসপিদের তালিকা তৈরি করা হয়েছে।’ তিনি আরও জানান, আগে ৬৪ জেলায় ৬৪ জন এসপি দায়িত্বে ছিলেন। এর মধ্যে ১৮ জনকে বদলি করে নতুন ১৮ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি কর্মকর্তারা তাঁদের আগের দায়িত্বেই থাকছেন। এরপর লটারি করে এসপিরা কোন জেলায় দায়িত্ব পালন করবেন তা চূড়ান্ত হয়েছে।

মেধাবীদের বাদ দেওয়া হয়েছে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মেধাবীদের বাদ দেওয়া হয়নি। আগে মেধার ভিত্তিতেই তাঁদের নির্বাচন করা হয়েছে। লটারি হয়েছে শুধু জেলার বণ্টন নিয়ে। মেধা নির্ধারণ লটারিতে হয় না।’


আরএস

Tags:
স্বরাষ্ট্র উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!