ঢাকা — পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করতে প্রযুক্তিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আজ (বুধবার) রাজধানীর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫–র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মূখ্য বক্তব্যে মাহমুদ বলেন, গবাদিপশু পালন ও পোল্ট্রি খামার কৃষিতে বিশেষ গুরুত্ব পেয়েছে; বিশেষ করে নারী এবং প্রান্তিক স্তরের মানুষ এতে সত্যিকারের স্বাবলম্বী হয়েছে।
তিনি আরও বলেন, খামারিদের জন্য স্বাস্থ্যসম্মত পশু খাদ্য, ভ্যাকসিন, প্রযুক্তিগত সহায়তা এবং পশুদের প্রতি দয়াপূর্ণ আচরণ অত্যন্ত জরুরি। এই উদ্যোগ এবং সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম (প্রদর্শনী, পুরস্কার বিতরণ, সচেতনতা ক্যাম্পেইন ইত্যাদি) প্রাণিসম্পদ খাতকে নতুন দিকনির্দেশনা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরএস
No comments yet. Be the first to comment!