জাতীয়

এয়ারবাস না কেনার প্রভাব নিয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে উপদেষ্টার দ্বিমত

আপডেট: নভে ২৬, ২০২৫ : ০১:২৮ পিএম ১২
এয়ারবাস না কেনার প্রভাব নিয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে উপদেষ্টার দ্বিমত

ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের বিমান না কিনলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক প্রভাবিত হতে পারে—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটৎস। তবে, বিষয়টিতে ভিন্নমত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাঁর মতে, একমাত্র বাণিজ্যিক সমঝোতার ওপর সার্বিক কূটনৈতিক সম্পর্ক নির্ভরশীল নয়।

আজ বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে জার্মান রাষ্ট্রদূতের বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, ‘রাষ্ট্রদূত তাঁর দেশের পক্ষে কথা বলবেন, সেটা স্বাভাবিক। তাঁর দায়িত্বই হচ্ছে তাঁর দেশের ব্র্যান্ডকে সমর্থন করা। কিন্তু আমি মনে করি না যে একটি বাণিজ্যিক সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সার্বিক সম্পর্কের ওপর নির্ভরশীল হবে। কোন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সুবিধাজনক—এটা আমাদের প্রেক্ষাপট ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই নির্ধারিত হবে।’

এয়ারবাসের বিষয়ে কোনো ধরনের চাপ আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি অন্তত কোনো চাপ অনুভব করছি না। বাকিটা যার দায়িত্ব, তাঁকে জিজ্ঞাসা করুন।’

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!