জাতীয়

নির্বাচনের আগে ১৫৮ উপজেলা নির্বাহী অফিসারকে পদায়ন

আপডেট: নভে ২৭, ২০২৫ : ০৬:৪৩ এএম ১৪
নির্বাচনের আগে ১৫৮ উপজেলা নির্বাহী অফিসারকে পদায়ন

দেশের ১৫৮টি উপজেলার নির্বাহী অফিসারকে নির্বাচনের আগে মাঠ থেকে তুলে বিভিন্ন স্টেশনে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার রাতে ১৬৬ জনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বর ২০২৫ তার মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৩০ নভেম্বরের অপরাহ্নে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ধরা হবে। এছাড়া, বদলিকৃত কর্মকর্তার নতুন কর্মস্থল যদি ইতিমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

আরএস

Tags:
জনপ্রশাসন মন্ত্রণালয়

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!