সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিপজ্জনক পর্যায়ে থাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন। একই সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময় বেগম খালেদা জিয়া জাতির জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক প্রস্তুত থেকে সর্বোচ্চ সমন্বয় বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
আরএস
No comments yet. Be the first to comment!