জাতীয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থা “স্থির ও কিছুটা ভালোয়ের দিকে” — উপদেষ্টা মাহফুজ

আপডেট: ডিসে ০১, ২০২৫ : ০৫:৪০ এএম ২২
খালেদা জিয়ার শারীরিক অবস্থা “স্থির ও কিছুটা ভালোয়ের দিকে” — উপদেষ্টা মাহফুজ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া — বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী — এর শারীরিক অবস্থার বর্ণনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, “অবস্থা স্থিতিশীল ও কিছুটা ভালোয়ের দিকে” রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাহফুজ আলম বলেন, “আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি অবদান রেখেছেন, নানা ত্যাগ স্বীকার করেছেন — তাই দেশবাসীর মতো আমি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছি।”

তবে তিনি এও জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় জানতে পেরেছেন, রূপান্তরকারী কোনো বড় উন্নতি না হলেও, গত কয়েক দিনের মতোই তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সামান্য উন্নতি দেখা গেছে। চিকিৎসকরা আশা ব্যক্ত করেছেন, আগামী দিনে তার স্বাস্থ্যে আরও উন্নতি হবে। উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, খালেদা জিয়ার দেশ ও জনগণের জন্য ত্যাগ ও অবদানের মূল্য আমরা স্মরণ করি এবং আশা করি, তিনি দেরি না—শিগগিরই সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

এ সময় তিনি উল্লেখ করেছেন, যারা ২০১৬ সালের (জুলাইয়ের) অভ্যুত্থানে দায়ী ছিল, তাদের নিয়ে “নতুন বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে সরকার কাজ করছে। উপদেষ্টা জানান, তারেক রহমান’র দেশে ফেরা-সংক্রান্ত সব ধরনের সহযোগিতায় বর্তমান সরকার প্রস্তুত।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!