ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, প্রতিটি বিভাগের মামলার বিবরণ হলো—
মতিঝিল: ১০টি বাস, ১টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেল; মোট ২৬৫টি মামলা।
ওয়ারী: ১৩টি বাস, ১৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেল; মোট ৮৯টি মামলা।
তেজগাঁও: ৬টি বাস, ৬টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেল; মোট ২৪৮টি মামলা।
মিরপুর: ১০টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ২৮টি মোটরসাইকেল; মোট ৭৮টি মামলা।
গুলশান: ৯টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেল; মোট ১৪২টি মামলা।
উত্তরা: ১০টি বাস, ৩টি ট্রাক, ৫১০টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেল; মোট ১৫০টি মামলা।
রমনা: ১২টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেল; মোট ৯৬টি মামলা।
লালবাগ: ৬টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেল; মোট ৯৯টি মামলা।
এছাড়া অভিযানের সময় ৩৩৭টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ২১৩টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরএস
No comments yet. Be the first to comment!