কাতার সরকারের ব্যবস্থাপনায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি মিললে ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ফ্লাইট শিডিউল অনুমোদনের আবেদন করেছে।
বেবিচক জানায়, আবেদনটি অনুমোদনের জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশে জার্মান প্রতিষ্ঠানের বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL60) মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে। দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যবহৃত এই অ্যাম্বুলেন্সটি জার্মানির শীর্ষ এয়ার মেডিক্যাল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ট্রান্সকন্টিনেন্টাল উড্ডয়নে সক্ষম হওয়ায় ঢাকা–লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য এটি উপযোগী বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ৩৭২ জন শিশু হাফেজ ১০০ বার পবিত্র কোরআন খতম করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরএস
No comments yet. Be the first to comment!