জাতীয়

কওমি মাদ্রাসার ডিগ্রিধারীরা এখন নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন: আসিফ নজরুল

আপডেট: ডিসে ০৮, ২০২৫ : ০৫:১৩ এএম
কওমি মাদ্রাসার ডিগ্রিধারীরা এখন নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন: আসিফ নজরুল

কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে আবেদন করতে পারবেন। আগে এই সুযোগ কেবল আলিম সনদধারীদের জন্য সীমাবদ্ধ ছিল।

রোববার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। পোস্টে তিনি লেখেন, ‘এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন। আইন মন্ত্রণালয় এ বিষয়ে আইন সংশোধন করেছে। আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারীরাও এই পদে আবেদন করতে পারবেন।’

তিনি আরও বলেন, নিকাহ রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত বিধিমালায় সংশোধনের মাধ্যমে এই নতুন সুযোগ সৃষ্টি করা হয়েছে।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!