জাতীয়

নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ডিসে ০৮, ২০২৫ : ০৯:২১ এএম ১০
নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান এবং উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের জন্য সব ধরনের পূর্বপ্রস্তুতিই এগোচ্ছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম জানান, জানুয়ারির মধ্যে সব বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে এবং ভোটের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে খুন-অপরাধ বন্ধ হবে না। আমার কাছে ম্যাজিক নেই। লাইট অফ বন্ধ হয়ে যাবে আর তা হয়ে গেল—এমন কিছু নেই।” তিনি আরও জানান, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সব রাজনৈতিক দল এখন মাঠে রয়েছে, যদিও অনেকে ঘরে বসে রাজনীতি করতে চায় এবং পার্টি অফিস নিয়ে সমস্যা রয়েছে।


আরএস

Tags:
স্বরাষ্ট্র উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!