জাতীয়

‘মোবাইল ফোন’ ইস্যুতে প্রবাসীদের ধোঁয়াশা দূর করলেন উপদেষ্টা

আপডেট: ডিসে ০৮, ২০২৫ : ০৯:২৪ এএম ১০
‘মোবাইল ফোন’ ইস্যুতে প্রবাসীদের ধোঁয়াশা দূর করলেন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের উদ্দেশ্যে মোবাইল ফোন নিয়ে ছড়ানো গুজব ও মিথ্যাচার স্পষ্ট করেছেন। তিনি জানান, প্রবাসীদের সুবিধার জন্য বর্তমান সরকার ২টি নতুন মোবাইল ফোন আনার অনুমতি দিয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “প্রবাসীদের প্রতি অন্যায় বা বৈষম্য করা হচ্ছে—এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল। প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে দুইটি নতুন সেট আনতে পারবেন। দুটির বেশি আনলে শুধুমাত্র অতিরিক্ত ফোনের জন্য ট্যাক্স দিতে হবে।”

উপদেষ্টা আরও জানান, ১৬ ডিসেম্বর থেকে দেশে যে কেউ নতুন মোবাইল ফোন ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটের রেজিস্ট্রেশন করতে হবে। তবে এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য প্রযোজ্য, শুধুমাত্র প্রবাসীদের জন্য নয়। আইন প্রণয়ন করা হয়েছে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়া নিয়ন্ত্রণে সাহায্য করার উদ্দেশ্যে।

ড. আসিফ নজরুল প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “গুজবকারী ও গিবতকারীদের থেকে সাবধান থাকুন। মিথ্যা গুজব ছড়ানো ইসলামিক দৃষ্টিতে গুরুতর পাপ।”

 

আরএস

Tags:
উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!