বেগম রোকেয়ার স্বপ্ন ও আদর্শকে সামনে রেখে নতুন বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর মতে, রোকেয়া যে দুঃসাহসী স্বপ্ন দেখেছিলেন, সেখান থেকেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হওয়া উচিত।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, “বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরাও পারি। স্বপ্ন দেখাই মূল শক্তি। তিনি আমাদের অনেক দূর এগিয়ে দিয়েছেন, আমরা আরও দূর নিয়ে যাব।” ড. ইউনূস বলেন, গণঅভ্যুত্থান–উত্তর নারীসমাজ একটি ভিন্ন ও শক্তিশালী প্রজন্ম। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের রূপায়ণ হবে। তিনি বলেন, “এরা শুধু নারীদের নয়, পুরো সমাজকে উদ্বুদ্ধ করতে পারে। তাই তাদের সামনে তুলে ধরা জরুরি। বেগম রোকেয়ার মতো শুধু লেখা নয়, সমাজে ঝাঁকুনি দিতে হবে।”
রোকেয়ার প্রগতিশীল চিন্তা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, শত বছর আগে তিনি নারী–কন্যাদের লেখাপড়া শেখানোর কথা বলেছেন, যাতে তারা নিজের উপার্জনের ব্যবস্থা করতে পারে। “আজ আমরা বলি উদ্যোক্তা হতে হবে, নিজের পথ তৈরি করতে হবে—রোকেয়া এই ধারণা বহুকাল আগেই দিয়ে গেছেন। আমরা কেন শিখতে পারছি না?”—প্রশ্ন তোলেন তিনি।
রোকেয়া পদকপ্রাপ্ত নারীদের অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন, তাঁদের অর্জন শুধু দেশ নয়, বিশ্বেও বাংলাদেশকে নতুন মর্যাদায় নিয়ে গেছে। তিনি বলেন, “এরা শুধু বাংলাদেশের মেয়ে নয়, বিশ্ব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আজ তাঁদের স্বীকৃতি দেওয়া হলো—এটাই প্রথম ধাপ। তাঁরা পুরো দেশকে বদলে দিচ্ছেন।”
তিনি আশা প্রকাশ করেন, পুরস্কারপ্রাপ্ত নারীদের সাফল্যের গল্প ছড়িয়ে পড়বে সারাদেশে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে নিজেদের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে।
আরএস
No comments yet. Be the first to comment!