জাতীয়

সুপ্রিম কোর্ট এলাকায় সভা–সমাবেশে ফের নিষেধাজ্ঞা ডিএমপির

আপডেট: ডিসে ০৯, ২০২৫ : ০৯:২৫ এএম ১৬
সুপ্রিম কোর্ট এলাকায় সভা–সমাবেশে ফের নিষেধাজ্ঞা ডিএমপির

রাজধানীর সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় সব ধরনের সভা–সমাবেশ, মিছিল ও গণজমায়েত আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে—প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২–এর প্রবেশদ্বার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মুখে—সব ধরনের সভা–সমাবেশ, মানববন্ধন, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবি বা প্রতিবাদের নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য আবারও সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

 

আরএস

Tags:
ডিএমপি ডিএমপি নিউজ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!