জাতীয়

যুব হকি বিশ্বকাপ চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

আপডেট: ডিসে ০৯, ২০২৫ : ০৫:৩২ পিএম ১৪
যুব হকি বিশ্বকাপ চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার এক বার্তায় তিনি বলেন, খেলোয়াড়দের এই অর্জন পুরো জাতিকে গর্বিত করেছে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি এবং অদম্য মনোবলের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করেছেন। ড. ইউনূস বলেন, “তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে বাংলাদেশের হকি খেলাকে আরও এগিয়ে নেবে।

প্রধান উপদেষ্টা বলেন, উন্নতি ও উৎকর্ষতার এই ধারাকে ধরে রেখে যুব খেলোয়াড়দের সামনে আরও বড় সাফল্য অর্জনের সুযোগ রয়েছে। সোমবার ভারতের মাদুরাইয়ে বাংলাদেশ যুব হকি দল অস্ট্রিয়াকে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ৮ দলের মধ্যে অনুষ্ঠিত স্থান নির্ধারণী পর্বকে এবার আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা।


আরএস

Tags:
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!